দেবপ্রসাদ
মুখোপাধ্যায় এর নাম এই প্রজন্ম কতটুকু জানে, আমি জানি না । অসাধারণ সব
কবিতা লিখতো দেবপ্রসাদ । প্রচারবিমুখ ছিলো বরাবর, অথচ আড্ডাশিরোমনি ।
শিয়ালদার দিকে একটা মেসে থাকতো তখন, জরুরি অবস্থা দেশে তখন । একরাম আলি
থাকতো তার থেকে সামান্য দূরে, আর্মহাস্ট রোডের কাছে মহাত্মাগান্ধী রোডের
উপর এক মেসে । আর আমি, শ্রীগোপাল মল্লিক লেনে । দেবপ্রসাদের ওখানেই আড্ডা
জমতো বেশি । একরামের ওখানে মাঝেমাঝে আসতেন সিউড়ি
থেকে কবিরুল ইসলাম । তার মিষ্টি মিষ্টি কবিতা বের হতো কৃত্তিবাস, অমৃত আর
দেশে । আসতো লিয়াকত আলী । দেবপ্রসাদের ওখানে আসতো হেমন্ত বন্দ্যোপাধ্যায় ।
ভারি মজার সব গল্প, বলে, নিজেই হাসতো ঠা ঠা করে । তার মেসেই একবার
দেবপ্রসাদ শোনালো, কোনো এক তরুণ কবিকে ধরে নিয়ে ভ্যাসেকটমি করেছে সরকারি
লোকেরা । তাদের সেদিন নির্দিষ্ট কোটা পূরণ হয়নি, ফলে, ঐ কবিকে পেয়ে,
তত্ক্ষণাত্ হাসপাতালে নিয়ে...। জরুরি অবস্থার সেদিনগুলির কথা নিয়ে
দেবপ্রসাদ যদি একটা বই লিখতো, আমরা উপকৃত হতাম । স্টেটম্যান পত্রিকায় চাকরি
করতো দেবপ্রসাদ, তার কাছে রসদের ভাণ্ডার ।
No comments:
Post a Comment