কবিতা আমাকে লেখে প্রতি রাতে, শাদা খড়ি দিয়ে ।
যে আগুন জ্বলেছে প্রতিটি
শব্দে, তার জিহ্বা আমাকে লেহন করে
কামার্ত নারীর মত । পুড়ে যায় আমার নিজস্ব ডানা,
তার গন্ধে জেগে ওঠে ঘর ।
সে ঘর চৌষট্টি যোগিনীর,
যোগী থাকে উত্থিত পুরুষে । আমি থাকি, একা, পড়ে
অনাদৃত সবুজে ও নীলে ।
আমি তো লিখি না, লেখে অন্য কেউ চিনি না তাকেও ।
যে আগুন জ্বলেছে প্রতিটি
শব্দে, তার জিহ্বা আমাকে লেহন করে
কামার্ত নারীর মত । পুড়ে যায় আমার নিজস্ব ডানা,
তার গন্ধে জেগে ওঠে ঘর ।
সে ঘর চৌষট্টি যোগিনীর,
যোগী থাকে উত্থিত পুরুষে । আমি থাকি, একা, পড়ে
অনাদৃত সবুজে ও নীলে ।
আমি তো লিখি না, লেখে অন্য কেউ চিনি না তাকেও ।
No comments:
Post a Comment